Mobile: 01712077588 | Tel:01712077588 | Fax: | Email: principalsbaricollege@gmail.com

SARISHABARI COLLEGE - 5011

SARISHABARI , UPZILA; SARISHABARI,ZILA; JAMALPUR, SARISHABARI. - 2050

জামালপুর জেলাধীন সরিষাবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সরিষাবাড়ী কলেজটি বিগত ১৯৬৭ খ্রি: প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সহিত পরিচালত হয়ে আসছে। কলেজটি ০১/০৭/১৯৬৭ খ্রি: তারিখ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক ১ম স্বীকৃতি প্রাপ্ত হয়। পরবর্তী সময়ে এলাকার আপমর জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে ১৯৬৯ খ্রি: ডিগ্রী কোর্স প্রবর্তন করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়। পরবর্তীতে অত্র কলেজে ১৯৯২ খ্রি: জাতীয় বিশ্বিবদ্যালয় কর্তৃক বিএসসি পাসকোর্স চালু হয়। বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কলেজে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে অনার্স (বাংলা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা) কোর্স চালু করা হয়েছে। কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৯৯৬ খ্রি: থেকে কারিগরি (বিএম) শাখায় হিসাববিজ্ঞান, কম্পিউটার অপারেশন, সেক্রেটারিয়েল সাইন্স চালুকরণ হয়। কলেজের উত্তর দিকে আলহাজ্ব জুট মিলস লিমিটেড, দক্ষিণে সরিষাবাড়ী উপজেলার প্রশাসনিক এলাকা, ও ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এশিয়ার বৃহত্তম যমুনা সারকারখানা, পশ্চিমে পৌরসভা, হাসপাতাল, জেলা পরিষদ, ডাকবাংলো ও জামালপুর জেলা শহরের সাথে যোগাযোগের প্রধান সড়ক এবং পূবে আবাসিক এলাকা। কলেজটিতে বতর্মানে ২২০৪ জন ছাত্র/ছাত্রী অধ্যয়নরত (উচ্চ মাধ্যমিক ৭২৭ জন, ডিগ্রী পাস কোর্সে ১৩১৭ জন, কারিগরি বিএম শাখায় ১৬০ জন)। একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখা চালু রয়েছে। ডিগ্রী পাস কোর্সে বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি এবং কারিগরি বিএম শাখায় কম্পিউটার অপারেশন ও সেক্রেটারিয়ে সায়েন্স ট্রেড চালু আছে। কর্মরত শিক্ষক ও কর্মচারীর সংখ্যা যথাক্রমে ৫২ ও ১৫ জন এবং কারিগরি শাখায় কর্মরত শিক্ষক-কর্মচারীর সংখ্যা যথাক্রমে ৫ ও ৩ জন। কলেজটিতে মোট ০৩ টি দ্বিতল বিল্ডিং, ৩টি টিনসেড বিল্ডিং, ১টি মসজিদ এবং ২০ কক্ষ বিশিষ্ট ছাত্রাবাস বিদ্যমান। কলেজের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য শ্রেণি কক্ষে মোট ৩৫০ জোড়া বেঞ্চ, ১৫টি লেকচার স্ট্যান্ড এবং প্রয়োজনীয় সংখ্যক ব্লাকবোর্ড আছে। ব্যবহারিক ক্লাশের জন্য প্রত্যেকটি বিভাগের গবেষণাগার, প্রয়োজনীয় সংখ্যক আসবাবপত্র ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিদ্যমান। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য একটি পূর্নাঙ্গ লাইব্রেরী ও ১০টি ডেক্সটপ কম্পিউটার, ০২টি ল্যাপটপ কম্পিউটার, ০২টি প্রজেক্টর সমৃদ্ধ ০২টি ল্যাব বিদ্যমান। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পানীয় জলের ব্যবস্থাসহ পয়:নিষ্কাশনের পযার্প্ত সংখ্যক ল্যাট্রিন বিদ্যমান। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ইনডোর ও আউটডোর খেলার কেরাম বোর্ড, দাবা, টেবিল টেনিস, ভলিবল, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ও এথল্যাটিক্স এর সরজ্ঞামাদি সচল আছে। ছাত্র-ছাত্রী তথা প্রশাসনিক ও জাতীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য ২.৮৮ একর জমির উপর একটি সু-বিশাল খেলার মাঠ আছে এবং ১.৯২ একর জায়গায় ৩টি পুকুর আছে। কলেজে মোট জমির পরিমাণ ১০.৯৪ একর। তন্মধ্যে ৭.৯৯ একর ক্রয়সূত্রে এবং ২.৯৫ একর জমি সরকারের নিকট হতে লিজ প্রাপ্ত।


Sarishabari, Jamalpu
Non-Government
1967
10.94
110215
SARISHABARI , UPZILA; SARISHABARI,ZILA; JAMALPUR SARISHABARI. - 2050
Contact Info:
MD. SARWAR JAHAN
01712077588
A.H.M.MIZANUR RAHMAN
01712986600
MD. HAMIDUL ISLAM
01710761467
Available Course

    Bachelor Degree (Pass) Courses:

  • 01-B. A. (Pass)
  • 02-B. S. S. (Pass)
  • 03-B. Sc. (Pass)
  • 04-B. B. S. (Pass)
  • Bachelor Degree Honours Courses:

  • 10-BENGALI
  • 19-POLITICAL SCIENCE
  • 20-SOCIOLOGY
  • 26-MANAGEMENT